এক রোমান যুগের যুগল প্রায় দেড় হাজার বছরের বেশি সময় হাতে হাত ধরে ঘুমিয়ে রয়েছেন পাশাপাশি। তাদের পরিচয় জানা যায়নি।
প্রত্নতাত্বিকরা ইতালির এক কবর থেকে রোমান যুগের ঐ যুগলের কঙ্কাল উদ্ধার করেছেন। কবরে তারা দেড় হাজার বছর পাশাপাশি চিরঘুমে ঘুমিয়ে রয়েছেন। কিন্তু একে অপরের হাত ছাড়েননি তারা। যা এক ঝলকে চিরন্তন প্রেমের চূড়ান্ত নির্দশন বলেই মনে হয়।
প্রত্নতাত্বিকরা জানিয়েছেন, ওই পুরুষ ও মহিলা যুগলকে মধ্য-উত্তর ইতালিতে পঞ্চম থেকে ষষ্ঠ শতকের মাঝামাঝি কোনও এক সময়ে কবর দেওয়া হয়েছিল। মহিলার দেহ এমনভাবে রাখা হয়েছিল যাতে মনে হয় তিনি তার পুরুষসঙ্গীর দিকে তাকিয়ে রয়েছেন।
এমিলিয়া-রোমাগনার পুরাতাত্বিক খনন বিভাগের প্রধান জানিয়েছেন, মুখোমুখি রেখেই ওই যুগলকে সমাধিস্থ করা হয়েছিল। পরে পুরুষটির মাথা অন্যদিকে ঘুরে যায় । কেননা, পুরুষ কঙ্কালের ভার্টিব্রা দেখে বোঝা যাচ্ছে, মৃত্যুর পরই তার মাথা অন্যদিকে ঘুরে গিয়েছে।