নিজের বাগান থেকে সবজি তুলে বারকাগাও হাটে গিয়ে অন্যান্য সবজি বিক্রেতাদের সঙ্গে বসেই সবজি বিক্রি করেন মুলানি দেবী। অথচ তার স্বামী তিন বারের বিধায়ক। সামনে ভারতের লোকসভা ভোটেও দাঁড়াচ্ছেন। লোকসভা নির্বাচনের জন্য ২ কোটি টাকার সম্পত্তি দেখিয়েছেন স্বামী। তা সত্ত্বেও মুলানি দেবী অতি সাধারণ জীবনযাপন করেন।
মুলানি দেবী বলেন, 'আমি অনেক বছর ধরেই এভাবে সবজি বিক্রি করি। কিন্তু আমার স্বামী বিধায়ক ছিলেন মানেই আমি সবজি বিক্রি করা ছেড়ে দেব তা নয়। এই জীবিকাই তো আমাকে আর্থিক স্বাধীনতা দিয়েছে।'
সবজি বিক্রি করে দৈনন্দিন ২০০ টাকা পর্যন্ত আয় হয় তাঁর। এই টাকার কিছু অংশ সঞ্চয় করেন তিনি, আর বাকিটা খরচ করেন পরিবারের জন্য। বাগান তৈরি করেছেন নিজের সবজির জন্য। দুই ছেলে স্বনির্ভর। চাষাবাদে বিশেষ আগ্রহও নেই। তাই শ্রমিক দিয়েই বাগানে সবজির চাষ করান তিনি। কিন্তু বিক্রি করার ক্ষেত্রে কারোর উপর নির্ভর করে থাকেন না।
স্বামীর কোনও আপত্তি নেই স্ত্রীর এমন জীবনযাপনে।স্বামী লোকনাথ মাহাতো অল ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়ন পার্টির প্রার্থী। স্ত্রীয়ের সবজি বিক্রির গল্প সবাইকে বুক ফুলিয়ে বলেন তিনি।
নিজের সমস্ত কাজের ফাঁকে মাঝে মধ্যে স্বামীর জন্য ভোটের আহ্বান করতেও বেরিয়ে পড়েন মুলানি দেবী। কখনও স্বামীর সঙ্গে কখনও বা একাই। প্রয়োজনে ভোট প্রচারের জন্য স্বামীর হাতে জমানো টাকা তুলে দিতেও দ্বিধা করেন না।