হরমোনজনিত সমস্যার কারণে ওজন বেড়ে গেছে তার। চুরির অপরাধে হাজতবাস হয়েছে তার। কিন্তু হাজতখানায় তার অতিকায় স্থূল শরীরের স্থান সঙ্কুলান হচ্ছে না আদালত মুক্তি দিয়ে দিলেন জুড মেডকাফকে।
যুক্তরাজ্যের ডেভনের নিউটন অ্যাবোটের বাসিন্দা জুড মেডকাফের বয়স মাত্র ২৩ বছর। উচ্চতা সাত ফুট দুই ইঞ্চি।। শুধু লম্বাই নন শরীর স্বাস্থ্যে তার অবস্থা এমন যে তার সাইজের কোনো ইউনিফর্ম হাজতে নেই। এমনকি জেলহাজতে যেসব শোবার ঘাট আছে তাতে মেডকাফের শরীর আঁটে না। এ অবস্থায় হাজতে তিনি ৭৫ দিন কাটিয়েছেন। কিন্তু এই ঝামেলা পোহাতে বেশ বেগ পেতে হচ্ছিল কারা কর্তৃপক্ষকে।
কিছুদিন আগে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস) কার্যালয় থেকে এক নারীকে পাঠানো ক্রিসমাসের উপহার চুরি করেছিলেন মেডকাফ। মাত্র ৫০ পাউন্ড মূল্যের উপহার চুরি করে পুলিশের হাতে ধরা পড়ে যান তিনি।
কিন্তু এই দানবীয় ছিঁচকে চোরকে ধরে পুলিশ পড়ে গেলেন মহাবিপদে। বাধ্য হয়ে আদালতে আর্জি জানায় পুলিশ। আদালত সব দেখে এই অপরাধীকে মুক্তির আদেশ দেন। অবশ্য আদালতের নির্দেশ হলো পরবর্তী ছয় মাস তিনি রাতে বের হতে পারবেন না এবং ১২ মাস সামাজিক রীতিনীতি যথাযথভাবে মেনে চলতে হবে।