সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ মানুষের নাকি হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয় সকাল সাড়ে ছয়টায়। বোস্টনের ব্রিগহ্যাম অ্যান্ড ওমেন্স হেলথ অ্যান্ড অরিগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির গবেষকেরা জানিয়েছেন, প্লাসমিনোজেন অ্যাক্টিভেটর ইনহিবিটর-১ (পিএআই-১) সকালের দিকে কার্ডিওভাসকুলার সমস্যার জন্য দায়ী।
প্রধান গবেষক ডা. ফ্র্যাঙ্ক স্কিহির জানিয়েছেন, ২৪ ঘণ্টার দিনপঞ্জির মধ্যে পিএআই-১ ভোর সাড়ে ৬টার সময়ই সর্বোচ্চ মাত্রায় থাকে। সহকারী গবেষক ডা. স্টিভেন সিয়া মনে করেন, হিইম্যান সার্কাডিয়ান সিস্টেমের জন্য ভোরের দিকে পিএআই-১ এর সংবহন উচ্চমাত্রায় থাকে। এতে আচরণগত বা পরিবেশগত প্রভাব স্বাধীন অবস্থাতেই থাকে।