শিশুটির নাম লিলিয়ান রোজ রিচার্ডস। সম্প্রতি যুক্তরাজ্যের হার্লোর প্রিন্সেস আলেকজান্দ্রা হসপিটালে নবজাতকটি জন্ম নেয়। কিন্তু জন্মের পর শিশুটি কাঁদলো না, তার প্রাণের স্পন্দরও পাওয়া গেল না।
জানা যায়, ১৫ সদস্যের মেডিক্যাল টিম লিলিয়ানের হৃদস্পন্দের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে আনতে ব্যর্থ হন। অবশেষে একজন কনসালটেন্টের প্রাণান্তকর চেষ্টায় ২৩ মিনিট পর শিশুটির প্রাণের স্পন্দন পাওয়া যায়। এ ঘটনায় আনন্দে বাকরুদ্ধ হয়ে কনসালটেন্ট বলেন, সত্যি ব্যাপারটা মিরাক্যল ছাড়া কিছুই না এবং স্রষ্টার আশীর্বাদ।
জন্মের সময় লিলিয়ানের ওজন ছিলো ৬ পাউন্ড কিন্তু সে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলো বলে তাকে শিশু বিশেষজ্ঞের পরামর্শে হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে রাখা হয়। নবজাতকটির বাবা লয়েড (৩৯) এবং মা চারলট (২৪) বেশ আনন্দিত।