বাসে, ট্রেনে বা রাস্তায় ভিড়ের মধ্যে নারীরা সবসময়ই অশ্লীল আচরণের শিকার হন। এইসব বিকৃত রুচির পুরুষদের শিক্ষা দিতে নারীদের জন্য এক বিশেষ ধরনের অন্তর্বাস (ব্রা) তৈরি করেছেন চেন্নাইয়ের এসআরএম বিশ্ববিদ্যালয়ের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী মণীষা মোহন (২০)।
যৌন নিপীড়নের ইচ্ছায় নারীদের শরীরে হাত দিলেই ৩৮০০ ভোল্টের তীব্র শক খেতে হবে। এই বিশেষ ধরনের অন্তর্বাস তৈরির কাজে মণীষার সঙ্গী হিসেবে আছেন ইস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী রিম্পা ত্রিপাঠী এবং নীলাদ্রি বসু। এছাড়া অন্তর্বাসটিতে জিপিএস এবং জিএসএমও থাকছে যার জন্য নারীটি বিপদে পড়লে নিকটবর্তী থানা ও সংশ্লিষ্ট নারীর আত্মীয়দের কাছে এসএমএস চলে যাবে।
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ড. কৃষ্ণ মোহনের মেয়েমণীষা ও তাঁর আরও দুই সঙ্গীর এই আবিষ্কার ঘিরে রীতিমতো আলোড়ন পড়ে গেছে বিভিন্ন মহলে। এই অন্তর্বাসটির বিশেষ বৈশিষ্ট্য হলো: এটি পরিহিতা নারীর দেহে কেউ অসৎ উদ্দেশে হাত দিলে প্রথমে সেকেন্ডের ভগ্নাংশ সময় ধরে প্রচণ্ড শক খেয়ে তাকে হাত সরিয়ে নিতে হবে। কিন্তু দ্বিতীয়বার হাত দিলে শকের সময় অনেকটাই বেড়ে যাবে যা তার ক্ষেত্রে মারাত্মক হয়ে উঠতে পারে।
এই অন্তর্বাসটির নাম দেওয়া হয়েছে সোসাইটি হারনেসিং ইকুইপমেন্ট (শি)। এর ডিজাইন করে মণীষা ইতোমধ্যেই রাষ্ট্রপতি ভবনের ইনোভেশন স্কলার্স ইন রেসিডেন্স প্রোগ্রামে আমন্ত্রণ পেয়েছেন। ফলে প্রায় একমাস রাষ্ট্রপতি ভবনে থেকে এই বিশেষ ধরনের অন্তর্বাস নিয়ে আরও কাজ করার সুযোগ পাবেন তিনি।