শিশুটিকে চরম দুর্ভাগা বলতেই হয়। জন্মের সময় যে শিশু তার মায়ের সান্নিধ্যেই ছিল না তাকে অার কি বলা যায়! আর পৃথিবীতে আসার পর যে তার বাবা-মায়ের চেহারাই দেখতে পারেনি। হে, চীনে তেমনই এক শিশুর জন্ম হয়েছে যে কিনা জন্মের আগেই সড়ক দুর্ঘটনায় তার বাবা-মাকে হারিয়েছে।
গত বুধবার চীনে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে চড়ে হাসপাতালে যাওয়ার সময় পথে একটি ট্রাকের ধাক্কায় অন্তঃসত্ত্বা মা ওয়্যাং ঝাউ এবং পিতা মাও মারা যান।
আর ট্রাকের প্রচণ্ড ধাক্কায় অলৌকিকভাবে শিশুটি মায়ের পেট থেকে বের হয়ে ৩ মিটার দূরে গিয়ে আছড়ে পড়ে। পরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় নবজাতকটিকে।
হাইক্যাং হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ফ্যাং মেই বলেন, ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় নবজাতকটি বেঁচে যাওয়ার ঘটনা অলৌকিক। সদ্যোজাত শিশুটির ওজন ৪ দশমিক ২ কেজি। মাথা, পিঠ, পা ও হাতে প্রচণ্ড আঘাত পেয়েছে শিশুটি। মস্তিষ্কে কিছুটা রক্তক্ষরণও হয়েছে। শিশুটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও পরিচর্যায় রাখা হয়েছে।'
বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে।
জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা শিশুটিকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। কয়েকজন মহিলা শিশুটিকে স্তন্যপান করাচ্ছেন।
দাতব্য সংস্থা রেড ক্রসের স্থানীয় একটি শাখা এরই মধ্যে নবজাতকটির চিকিৎসা ও লালন-পালন করার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে শুরু করেছে।