এবার ইতালির তুরিন শহরে উদ্বোধন হরা হলো বিড়ালদের জন্য উপযোগী ক্যাফে। ক্যাফেটির নাম 'মিয়াগোলা ক্যাফে' বা 'ক্যাফে মিয়াঁও'। তবে শুধু বিড়াল নয়, এখানে মানুষের জন্যও খাবারের ব্যবস্থা রয়েছে। এছাড়া শিশুদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা যাতে তারা বিড়ালদের সঙ্গে খেলতে পারে।
ক্যাফেটির মালিক অ্যান্দ্রিয়া লিভিন জানান, আশা করছি এই ক্যাফে অবাঞ্ছিত বিড়ালদের থাকার একটা জায়গা হবে। একইসঙ্গে এখানে আসা গ্রাহকরা প্রাণীদের সম্পর্কে আরও সহানুভূতিশীল হবে। তিনি বলেন, আমি এই ক্যাফেটা খুলেছি একটা বার্তা দেয়ার জন্য। বার্তাটা হলো, আমরা বিড়ালদের বিপদ থেকে বাঁচাই।
এখানেই শেষ নয়, ক্যাফেটিতে বিড়ালপ্রেমী অ্যান্দ্রিয়া লিভিনের পরিকল্পনায় বড় স্ক্রিনে প্রাণীদের পোষ্য নেয়ার তথ্য সম্পর্কিত ভিডিও দেখানোরও ব্যবস্থা রয়েছে।
উল্লেখ্য, বিড়ালদের ক্যাফের জন্য জাপানের নামই সবার আগে চলে আসেন। দেশটির রাজধানী টোকিতেই এমন শতাধিক ক্যাফে আছে। এছাড়া চীন, তাইওয়ান, অস্ট্রেলিয়াতেও রয়েছে বিড়ালের ক্যাফে।