একটি প্রবাদ আছে, 'নামে নামে যমে টানে'। কিন্তু এবার সেই প্রবাদটি কিছুটা ভিন্নতা প্রমাণ করতে যাচ্ছে। নামের সাথে মিলে গেলেই ৫ থেকে ১০ শতাংশ ছাড়!
ভাবছেন কিসের উপর ছাড়? তাহলে ঘটনাটি খুলেই বলা যাক, আপনার নামটি যদি ভারতের কোনও জনপ্রিয় চলচ্চিত্রের বিখ্যাত চরিত্রের সঙ্গে মিলে যায় তাহলে আপনি হবেন সেই ভাগ্যবান, যিনি বিমান টিকিটের মূল্যে পাঁচ থেকে ১০ শতাংশ ছাড় পাবেন।
শুধু নামের কারণে বিমান টিকিটের মূল্যে ছাড় দেওয়ার ঘটনা এর আগে একবার দেখা গেছে। ভারতের ভার্জিন আটলান্টিক বিমান কর্তৃপক্ষ ২০১৩ সালে এক হাজার যাত্রীকে ফিল্মি নামের অধিকারী হওয়ায় ডিসকাউন্ট দিয়ে বিমানে ঘুরিয়েছিলেন।
ভার্জিন আটলান্টিক এবারও একই ধরনের একটি ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে কেউ কেউ বাণিজ্যের গন্ধ পেলেও বিষয়টি অভিনব করে উপস্থাপন করার চেষ্টা করেছে ভার্জিন আটলান্টিক কর্তৃপক্ষ।
তবে এছাড় সব নামের ক্ষেত্রে প্রযোগ্য নয়, কেবলমাত্র ১২টি নাম ঘোষণা করা হয়েছে এ ছাড়ের জন্য। নামলো হলো- রাহুল, রোহিত, প্রিয়া, অর্জুন, কিরণ, সোনিয়া, কারান, সিমরান, অ্যান্থনি, টিনা, বিজয়, পুজা। এর মধ্যে যদি আপনার নামটি থাকে তবে আপনিও পাবেন সস্তায় বিমানে চড়ার সুযোগ।
এখানে একটি কঠিন শর্ত রয়েছে। হয়তো অনেকের কাছে আশা ভঙ্গের কারণ হতে পারে। শুধু নাম থাকলে হবে না, আপনাকে হতে হবে ভারতীয় নাগরিক। তবেই এ সুযোগ ধরতে পারবেন।
'ফিল লাইক এ স্টার' অর্থাৎ 'নিজেকে তারকা ভাবুন' ক্যাম্পেইনের অংশ হিসেবে উৎসুক যাত্রীদের এ অফার দিয়েছে ভার্জিন আটলান্টিক। অনেক দুর্গম বিমান বন্দরে অবতরণের বিরল অভিজ্ঞতা অর্জন করতে পারবেন যাত্রীরা।