নিজেকে ও পরিবারের সদস্যদের নিরাপদ রাখার জন্য লাইসেন্স করা পিস্তল রেখেছিলেন বাড়িতে। রাতে সেই পিস্তল বালিশের পাশে রেখে ঘুমিয়ে গিয়েছিলেন বাবা পলাশ ইজারাদার। অবশেষে রক্ষাকারী সেই পিস্তলই কাল হলো নিজের সন্তানের জন্য।
সকাল বেলা খেলনা মনে করে বাবার পিস্তল নিয়ে খেলতে গিয়ে প্রাণ হারালো চার বছরের ছোট্ট প্রীতি ইজারাদার।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ৬টার দিকে বাগেরহাটের মংলা উপজেলায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ইদ্রিস আলী ইজারাদারের ভাইপো পলাশ ইজারাদার তার নিজস্ব (লাইসেন্স করা) পিস্তল বালিশের পাশে রেখে রাতে ঘুমিয়ে পড়েন। সকালে প্রীতি ঘুম থেকে উঠে সবার অজান্তে পিস্তলটি নিয়ে খেলতে থাকে। একপর্যায়ে পিস্তল থেকে গুলি বের হয়ে শিশুটির মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।