ভারতের তামিলনাড়ুর পালানির মুরুগা মন্দিরে পূজার সময় দেবতার সামনে ফুল, চন্দন, মিষ্টি নয় চকলেট দিয়ে পূজা করা হয়!
কবে থেকে এই প্রথা চালু হয়েছিল, কেন শুরু হয়েছিল তা নির্দিষ্টভাবে কারও জানা নেই। তবে বহুদিন ধরেই ভগবানকে চকলেট নিবেদন চলে আসছে। লোভনীয় চকলেট প্রসাদ পেতে মন্দিরে আগে শুধু কচিকাঁচারা ভিড় জমাত। কিন্তু এখন দূর-দূরান্ত থেকে সব বয়সের মানুষজনই চকলেট নিয়ে বাল মুরুগানের পূজা দিতে আসেন। বাদ যান না বিদেশিরাও৷তারা বিভিন্ন নামী-দামি ব্র্যান্ডের চকলেট নিয়ে আসেন।
মন্দিরের প্রধান উপাস্য দেবতা মুরুগানের শৈশব রূপ বাল মুরুগান। পুরোহিতদেরই একজন জানালেন, ছোট্ট মুরুগান চকলেট খেতে ভালবাসেন অনুমান করে চকলেট দিয়ে পুজোর রীতি শুরু হয়। পুষ্পাঞ্জলির পর দেবতার প্রসাদ রূপে দেয়া হয় সেই সব চকলেটেরই টুকরো।