পেটের ভিতর রয়েছে ছোট ছোট ৬ টা ব্যাগ। প্রত্যেকটি ব্যাগে ভর্তি ১০০ গ্রাম করে কোকেন। হতভম্ব হয়ে দাঁড়িয়ে ডাক্তাররা। এই ঘটনা ঘটেছে ফ্রান্সের আই হোটেল ডিইউ হাসপাতালে। পেটে ব্যাথার কারনে এই হাসপাতালে অজ্ঞাত এই রোগিটি ভর্তি হয়। কয়েকদিন ধরে তার পেটে ব্যাথা বেড়ে যায়। তাই ডাক্তাররা তড়িঘড়ি করে অপারেশনের সিদ্ধান্ত নেন।
অপারেশন করার আগে এক্সরে করাতে দেখা যায় পেটের ভিতর কোনও একটি জিনিস ব্লক করে রেখেছে। অপারেশন রুমে নিয়ে যাওয়া হয় তাঁকে। রোগীর পেট কাটা হলে এই ঘটনা ঘটে।
রুগীর জ্ঞান ফেরার আগে স্থানীয় পুলিশকে জানানো হয়। পুলিশের তদন্তে জানা গেছে অজ্ঞাত এই রুগী দক্ষিণ আমেরিকা থেকে বেআইনিভাবে কোকেন পাচার করতে এসেছিল ফ্রান্সে।