তিন চীনা বিমানকে ধাওয়া করে এলাকাছাড়া করলো জাপানি বিমান। রবিবার চিনের একটি ইউ-এইট তথ্য সংগ্রহকারী বিমান ও দু’টি এইচ-সিক্স বোমারু বিমান পূর্ব চিন সাগরের আকাশে উড়ছিল। এমন সময় তাদের ধাওয়া করে ওই এলাকা থেকে তাড়িয়ে দেয় জাপানি বিমান।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রনালয় অবশ্য জানিয়েছে, বিমানগুলো জাপানের আকাশ সীমা লঙ্ঘন করেনি। কিন্তু সীমা লঙ্ঘন না করলে কেন সেগুলোকে ধাওয়া করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানায়নি।
চীনের প্রতিরক্ষা মন্ত্রনালয় পূর্ব চীন সাগরে ‘আকাশ প্রতিরক্ষা জোন’ ঘোষণা করার পর থেকে দুই দেশের মধ্যে বিরোধ বেড়েছে। জাপানের সঙ্গে যে দ্বীপগুলো নিয়ে চীনের বিরোধ রয়েছে সেগুলোকেও নিজের আকাশ প্রতিরক্ষা জোনের অন্তর্ভূক্ত করেছে বেইজিং। চীন ও জাপান উভয়ই পূর্ব চীন সাগরের তিনটি দ্বীপকে নিজেদের বলে দাবি করে আসছে।