পৃথিবীর নানা স্থানে নানারকম ডিজাইনের রাস্তা দেখা যায়। কখনও কখনও পাহাড়গুলোতে কিছু কিছু রাস্তা বিপজ্জনক হয়ে পড়ে। চীনাদের যাতায়াত ব্যবস্থা যথেষ্ঠ উন্নত। তব সেখানে পাহাড়ের গায়ে "হ্যাভেন লিঙ্কিং এভিনিউ" নামের রাস্তাটি ভয়ঙ্কর।
হ্যাভেন লিঙ্কিং এভিনিউ রাস্তাটি বিগ গেইট নামেও পরিচিত। সমুদ্র সমতল থেকে ২০০ মিটার থেকে শুরু করে ১৩০০ মিটার পর্যন্ত উঁচুতে উঠেছে। পুরো পথে মোট ৯৯টি ভয়ঙ্কর বাঁক রয়েছে।
এই পথ দিয়ে গাড়ি চালানোর সময় খুব সাবধান থাকতে হয় কারণ একটু ভুলেই প্রাণ হারানোর শঙ্কা থেকে যায়। প্রায়ই এই রাস্তায় দুর্ঘটনা ঘটে থাকে।