সম্প্রতি চীনের হেলিংঝিয়াং প্রদেশে চিকিৎসা পছন্দ না হওয়ায় ডাক্তারকে খুন করলেন রোগী। হেলিংঝিয়াংয়ের একটি হাসপাতালে নাক কান গলা বিশেষজ্ঞ এক চিকিৎসককে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছেন তারই এক রোগী।
জানা যায়, সুন ডংটাও নামের ওই চিকিৎসক মঙ্গলবার সকাল দশটায় বহির্বিভাগে রোগী দেখছিলেন। সেখানেই ওই রোগী ঢুকে রড দিয়ে বারবার সুনের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। হত্যাকারী রোগী সুনের কাছে নাকের সমস্যা নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন। পুলিশ তাকে গ্রেফতার করেছে।