সিদ্ধিরগঞ্জে আর্বজনার স্তুপ থেকে এক নবজাতক কন্যাকে উদ্ধার করেছে এলাকাবাসী। বর্তমানে ওই নবজাতক নিঃসন্তান এক দম্পতি লালন-পালন করছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী মধ্যপাড়া রহিম মেম্বারের গ্যারেজের সামনে থেকে তাকে কুড়িয়ে পায় দীপালি নামে এক নারী। কে বা কারা একটি ডাস্টবিনে নবজাতককে পলিথিনে মুড়িয়ে ফেলে দিয়ে যায়। আল-আমিন নামের এক শিশু ময়লার মধ্যে নবজাতকের কান্না শুনে তার মা শিরিন বেগম ও বোন দীপালিকে জানায়। দীপালি শিশুটিকে উদ্ধার করে নাভি কেটে গোসল করিয়ে যত্ন নেয়।
দীপালি বিবাহীত জীবনে নিঃসন্তান। তার স্বামী সবুজ পেশায় দিনমজুর। তারা সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী মধ্যপাড়া নজরুলের বাড়িতে ভাড়া থাকে। নবজাতকটি বর্তমানে সুস্থ রয়েছে। তবে তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধারের পরপরই শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ্য রয়েছে।
নবজাতক কুড়িয়ে পাওয়ার সংবাদে এলাকাবাসী ভিড় জমাচ্ছে দীপালির বাসায়। অনেকেই নবজাতকটির দায়িত্ব নিতে চাইলেও দীপালি বেগম নিজেই তার লালন পালন করবেন বলে সাংবাদিকদের জানান।