মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ১০১ বছর বয়সী জো নিউম্যান। ফ্লোরিডার সারাসোটার বাসিন্দা নিউম্যান ফ্লোরিডার ১৬তম কংগ্রেশনাল জেলায় লড়বেন।
চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি সারাসোটা ও ম্যারাটি কাউন্টিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নিউম্যান জানান, মানুষের জীবনে অভিজ্ঞতা সবচেয়ে বড় শিক্ষক। নিউম্যানের জীবনে অনেক অভিজ্ঞতা আছে, যেগুলো সবার সঙ্গে ভাগভাগি করতে চান তিনি। তিনি বলেন, ‘আমাদের কিছু দায়িত্ব আছে। এসব দায়িত্ব যদি আমরা পালন করতে না পারি, তাহলে আমরা আয়নায় কীভাবে তাকাবো?’
ইন্ডিয়ানার দরিদ্র মুদি দোকানদার মায়ের সন্তান জো ইউনিভার্সিটি অব নটরডেম থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর সোশ্যাল সিকিউরিটি নামে একটি নতুন ফেডারেল প্রোগ্রামে সচেতনতা বৃদ্ধির চাকরি পান তিনি।
নিউম্যান মনে করেন সরকারের সমাজের উন্নতির দিকে গুরুত্ব দেওয়া উচিত। এজন্যই নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সূত্র: ডেইলি মেইল।