পাকিস্তানের লোরালাইয়ে ফতোয়া জারির পর পাথর ছুঁড়ে এক প্রেমিক যুগলকে হত্যা করা হয়েছে। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে তাদের হত্যা করা হয়। গতকাল রবিবার সকালে মানজকাই গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ওই নারী ও পুরুষ দুইজনেই বিবাহিত ছিলেন। তাদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে সন্দেহ থেকে স্থানীয় ইমাম তাদের বিরুদ্ধে ফতোয়া জারি করেন। ফতোয়া অনুযায়ী তাদেরকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়। মৃত্যুর পর তাদের জানাজাও অনুষ্ঠিত হয়নি।
এ ঘটনা শোনার সঙ্গে সঙ্গে লেভিস বাহিনী মানজকাই গ্রামে পৌঁছে ফতোয়া জারির অভিযোগে ওই ইমাম ও পাথর নিক্ষেপ করে হত্যার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে।