দিল্লির সরকারি মেডিকেল কলেজগুলোর সমন্বয়ে গঠিত অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সেস এক গবেষণায় জানিয়েছে, সেলফি তুলতে গিয়ে মৃত্যু গুরুতর জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে।
২০১১ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত সেলফি সংক্রান্ত ২৫৯ মৃত্যুর ঘটনা বিশ্লেষণ করে তারা এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
গবেষণা প্রতিবেদনটি ফ্যামিলি মেডিসিন ও প্রাইমারি কেয়ারে প্রকাশিত হয়েছে। ভারতে সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটছে বেশি। এছাড়া রাশিয়া, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানে সেলফি সংক্রান্ত মৃত্যুর সংখ্যা বাড়ছে।
গবেষক দলের প্রধান আগাম বনসাল বলেন, 'আপনি শুধু দাঁড়িয়ে, কোনো সেলিব্রেটির সাথে কিংবা এমনি সেলফি তুলতেই পারেন। সেটা ক্ষতিকর নয়। কিন্তু ঝুঁকিপূর্ণভাবে সেলফি তোলা খুব বিপজ্জনক।' সূত্র: জাকার্তা পোস্ট
বিডি প্রতিদিন/ফারজানা