বলা হয়ে থাকে যে, জ্যোতিষ শাস্ত্রে ১২টি রাশির মধ্যে ৪টি রাশি প্রকৃতির ৪টি শক্তির প্রতীক। আগুন, পানি, হাওয়া এবং মাটি। আর এই জন্য এ রাশির জাতকদের নিয়ন্ত্রণ ক্ষমতা অন্যদের চেয়ে বেশি হয়ে থাকে। তারা মানসিক দিক থেকেও বেশ শক্তিশালী হন থাকেন। এবার জেনে নিন যে সকল রাশির জাতকরা তালিকায় রয়েছেন-
* মেষরাশি:
এনার্জিতে ভরপুর হয়ে থাকেন এই রাশির জাতকরা। এরা থামতে জানেন না। তাই যদি কোন ব্যক্তির সান্নিধ্যে এরা বোর হন, তবে তাকে এড়াতেও দেরি করেন না। অন্যের উপর ভরসা না করে নিজের কাজ নিজে করাই পছন্দ করেন। তারা লক্ষ্য পৌঁছানোর জন্য প্রায় সব কিছু করতে পারেন।
* বৃশ্চিকরাশি:
বিশ্বস্ত এবং বিশ্বাসঘাতক দুটোই হয়ে থাকেন এই রাশির জাতকরা। ঘাবড়ে যাবেন না। এরা তাদের কাছেই বিশ্বস্ত যারা তাদের সঙ্গে বিশ্বস্ত থাকেন। কিন্তু যদি কেউ তাদের চটিয়ে দেন তবে মানসিকভাবে এঁরা প্রয়োজনে ভীষণ প্রতিহিংসা পরায়ণ হতে পারেন। এদের সব থেকে বড় ক্ষমতা হল এরা ভবিষ্যতের এমন জিনিস আন্দাজ করতে পারেন যা অন্য কার পক্ষে আন্দাজ করা কঠিন।
* কুম্ভরাশি:
রাগ হোক বা খুশি, আপনি এই রাশির জাতকদের দেখলে অনুমান করতে পারবেন না। নিজেদের আবেগকে এরা নিয়ন্ত্রণ করতে সিদ্ধহস্ত। এদের জানার ইচ্ছা খুব বেশি থাকে। এই রাশির জাতকেরা খুবই বুদ্ধি ধরেন। এরা একই সঙ্গে আত্মবিশ্বাসী এবং জেদি হন।
* মকররাশি:
মকররাশির জাতকরা অত্যন্ত গুণী হয়ে থাকেন। এটা তাদের আত্মনিয়ন্ত্রণ থেকেই আসে। এই রাশির জাতকরা অন্য যে কোন রাশির তুলনায় অনেক স্পষ্টভাবে ভাবতে পারেন। যে কোন ব্যাপারকে তলিয়ে দেখতে পারেন। বহু বিষয়ে গুণ থাকার জন্য তারা লক্ষ্যে পৌঁছে যান অতি দ্রুত।
বিডি প্রতিদিন/এ মজুমদার