সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, ভারতীয় নারীদের হাতে দিনের বেশিরভাগ সময়ই স্মার্টফোন থাকে। আর একজন নারী যতক্ষণ মোবাইল ব্যবহার করেন, তার প্রায় অর্ধেক সময় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ও মেসেজিং অ্যাপসে ব্যয় করে থাকেন।
দেশটির মোবাইল মার্কেটিং অ্যাসোসিয়েশনের এক সমীক্ষায় উঠে এসেছে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য! দেখা গেছে, ২০১৫ থেকে ২০১৬-য় স্মার্টফোন ব্যবহারের গড় বরাদ্দ সময় বেড়েছে প্রায় ৫৫ শতাংশ। পুরুষদের চেয়ে প্রায় দ্বিগুণ সময় স্মার্টফোনে ব্যয় করেন নারীরা! তবে পুরুষরা ফেসবুকে বেশি সময় কাটালেও নারীরা ইউটিউব ও গেমস খেলে বেশি সময় ব্যয় করে থাকেন। আর দিনের বাকি সময়টুকু সোশ্যাল নেটওয়ার্কিংয়ে।
ওই সমীক্ষায় আরো দেখা গেছে, অনলাইন শপিং সাইটের ক্যাটাগরিতে প্রায় ১৫ শতাংশ বেশি সময় কাটান স্মার্টফোন ইউজাররা। যে খানে নারীরা বিনোদনের সাইটগুলোতে যতো সময় দেন না। সূত্র: সংবাদ প্রতিদিন।
বিডি প্রতিদিন/এ মজুমদার