মেক্সিকোর পর এবার ব্রিটেনেও ডিএনএ পরিবর্তনের মাধ্যমে সুস্থ শিশুর জন্ম গ্রহণ করানোর পদ্ধতি গ্রহণ করা হয়েছে।
এ পদ্ধতিতে মায়ের গর্ভের ত্রুটিপূর্ণ ডিএনএ সরিয়ে অন্য নারীর স্বাস্থ্যকর ডিএনএ প্রবেশ করানো হবে। এতে শিশুটি জেনেটিক সমস্যার কারণে নানা ধরনের রোগে ভুগবে না।
ব্রিটেনের হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়োলজি অথরিটি (এইচএফইএ) এ পদ্ধতি অনুমোদন করেছে।
এ পদ্ধতিতে শিশুটি দুজন বায়োলজিক্যাল মা পাবে। তবে তার বাবা হবেন একজন। তবে এ পদ্ধতিতে শিশুর অধিকার কোন মায়ের দিকে যাবে সে বিষয়টি আদালতের কাছে চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৬/ফারজানা