যৌনজীবনের আনন্দ বাড়ানোর জন্য লোকে কত কীই না করে থাকেন। চাহিদা মতো নিজেদের বিভিন্ন ধরনের অন্তর্বাসে সাজিয়ে তোলেন। সঙ্গীকে সেই ঘনিষ্ঠ সময়ে চমক দিতে পারলেও যৌনক্রিয়ায় তৃপ্তি পাওয়া যায়। সেই মুহূর্তকে উত্তেজনাময় করে তুলতে এখন বিশেষজ্ঞদের কাছেও মিলছে নানান অভিনব উপদেশ।
অন্তর্বাসের মতোই পায়ের মোজা যৌনতাকে অন্যমাত্রা এনে দেয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা দাবি করেন, পায়ে মোজা থাকলে অর্গাজমের সুখ অনেক বেশি হয়। যৌনতার আসল সুখ থাকে অর্গাজমে। এই অর্গ্যাজমের সময়টা যত উত্তেজনাময় হবে, ততই তৃপ্তির হাসি ফুটবে মুখে।
সমীক্ষা বলছে, ৮০ শতাংশ যুগল জানিয়েছে, পায়ে মোজা থাকলে অর্গাজম অনেক বেশি উপভোগ করা যায়। তবে এই মোজার তত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ রয়েছে। পায়ে মোজা থাকলে রক্ত চলাচল বৃদ্ধি পায়। আর অতিরিক্ত রক্ত চলাচল স্বাভাবিক ভাবেই উত্তেজনাকে বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাই ঘনিষ্ঠ মুহূর্তে যদি নিজের এবং সঙ্গীর পরনে থাকে মোজা, তাহলে তা যৌনক্রিয়াকে দ্বিগুণ আরামদায়ক করে তুলবে।
বিডি প্রতিদিন/ ১৫ ডিসেম্বর ২০১৬/ একে