ই-সিগারেট তৈরি হয়েছে সিগারেটের আসক্তি ছাড়াতে। কিন্তু এই ই-সিগারেটও সিগারেটের মতোই সমান আসক্তি তৈরি করতে পারে বলে দাবি করছেন আমেরিকার গবেষণায়।
সিগারেটের ভিতরের তামাক (নিকোটিন) ক্ষতিকারক পদার্থ যার প্রভাব মানুষের মধ্যে ধূমপানের আসক্তি তৈরি করে। সেক্ষেত্রে ই-সিগারেট তুলনামূলক কম ক্ষতিকারক এবং সিগারেটের আসক্তি থেকে মুক্তি পেতে মানুষ অনায়াসেই ব্যবহার করতে শুরু করেন ই-সিগারেট।
কিন্তু আমেরিকার কেমিক্যাল সোসাইটি তাদের বিষবিদ্যার ওপর গবেষণায় দাবি করেছেন, আমেরিকায় পাওয়া যায় এমন ১৭টি ই-সিগারেটের মধ্যে ৯টি এমন, যা সিগারেটের মতই আসক্তি তৈরি করে।
বিডি-প্রতিদিন/ ০৬ আগস্ট, ২০১৫/ রশিদা