চলছে বর্ষার মৌসুম। তাই ত্বক নিয়ে আপনাকেও ভাবতে হচ্ছে নতুন করে। বৃষ্টিতে যতোই রোমান্টিকতা থাকুক, এ সময়ে ত্বকের সমস্যা নিয়ে নাজেহাল অনেকেই। বিশেষত ত্বক যদি শুষ্ক হয় তাহলে তো আর কথাই নেই। তাই এই বর্ষার মৌসুমে ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। চলুন জেনে নেওয়া যাক বর্ষায় ত্বকের শুষ্কতা এড়ানোর কয়েকটি ঘরোয়া উপায়।
১. বর্ষায় অল্প উষ্ণ গরম জলে স্নান করুন। এতে আপনার ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
২. ক্রিমে একটু হলুদ ও মধু মিশিয়ে আপানার ত্বকের শুষ্ক জায়গায় লাগিয়ে রাখুন। এতে আপনার ত্বকে শুষ্কতার ফলে যে রক্তিম আভা তৈরি হয়েছে তা মিলিয়ে যাবে। এছাড়া এই প্যাক ত্বকের ট্যানও দূর করবে।
৩. অ্যালোভেরা আপনার ত্বককে মসৃণ করতে পারে এবং ডেড সেল পরিষ্কার করতে পারে।
৪. প্রতি সপ্তাহে অন্তত একদিন লেবুর রস মুখে মাখুন। এতে আপনার ত্বক পরিষ্কার ও জীবানু মুক্ত থাকবে। ট্যান তুলতেও সাহায্য করে লেবুর রস।
বিডি-প্রতিনিধি/০৪ জুলাই, ২০১৫/মাহবুব