আজকাল মোবাইল ফোন, ফেসবুকের কারণে কারো কারো চট করে প্রেম হয়ে হুট করে সেটা আবার ভেঙে যেতে দেখা যায়। এর কারণ অনেক ক্ষেত্রেই ভুল মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠা। তাই চিনে নিন আপনার প্রেমিক/প্রেমিকাকে। তিনি আদৌ আপনাকে ভালোবাসেন? নাকি স্রেফ ছলনা কিছু লক্ষণ দেখলেই তা পরিষ্কার হয়ে যাবে। যদি এর সঙ্গে আপনার প্রেমিকার ব্যবহারের কোনো মিল থাকে তবে মানে মানে আগেভাগেই কেটে পড়ুন। তা না হলে ভবিষ্যতে বড় ধরনের ধাক্কা খাওয়ার আশঙ্কা কিন্তু রয়েই যাবে।
- প্রেমিক/প্রেমিকার তার দরকারমতো সময়ে-অসময়ে ফোন দেবে। কিন্তু যখন আপনার দরকার পড়বে তখন তার কথা শোনার সময় থাকবে না।
- আপনার সঙ্গে কোথাও বেড়াতে যাবার প্রসঙ্গ এলে নানা অজুহাত দাঁড় করায়। আবার নিজের ইচ্ছায় আপনাকে নিয়ে যায়। এমনটা হলে বুঝে নেবেন আপনি ব্যবহৃত হচ্ছেন।
- তার সবরকম সমস্যার কথা আপনাকে বলবে এবং আপনাকে তা মন দিয়ে শুনতে হবে। যখন আপনি কোনো সমস্যায় পড়েন বা মন খারাপ থাকে তখন তিনি মোবাইল ফোনে বা গেমস খেলায় ব্যস্ত থাকেন বা মন দিয়ে না শুনেই প্রসঙ্গ পাল্টে ফেলেন।
- আপনি তার সঙ্গে পার্টিতে গেলেন। কিন্তু সেখানে পৌঁছে তিনি আপনাকে সঙ্গ না দিয়ে বা আপনার বন্ধুদের এড়িয়ে গিয়ে নিজের মতো করে সময় কাটায়।
- রেস্টুরেন্টে গেলে সবসময় আপনাকেই যদি বিল দিতে হয়।
- ভুল করে আপনাকে স্যরি বলেনা উল্টো আপনাকে তার কাছে গিয়ে তাকে শান্ত করতে হয়।
- তার ফেসবুক প্রোফাইলের রিলেশনশিপ অপশনে 'সিঙ্গেল' লেখা আছে।
বিডি-প্রতিদিন/ ২৯ জুলাই, ২০১৫/ রশিদা