একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের গর্ভে ধীরে ধীরে বাড়তে থাকে। আর ওই সময়টাতে শিশুরা কেমন থাকে, কী করে? এটি জানার আগ্রহ কমবেশি সকলেরই আছে। বিশেষ করে যে মা শিশুটিকে গর্ভে ধারণ করছেন, তিনি প্রতিনিয়ত জানতে চান শিশুটির অবস্থা, সে কী করছে। প্রযুক্তি এখন অনেক এগিয়েছে। চাইলেই মা-বাবা দেখতে পারেন তাঁর গর্ভস্থ সন্তানের ছবি।
আলট্রাসাউন্ড স্ক্যানে শিশুর বেশ পরিষ্কার ছবিই ভেসে ওঠে। নিউজের সঙ্গে 4D স্ক্যানের এই ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাবে, শিশুর নড়াচড়া, আবেগ, খাওয়া দাওয়ার ছবি। ভিডিওটি সত্যিই ভীষণ বিস্মিত করবে। আর এই সবই হচ্ছে প্রযুক্তির আশীর্বাদ। ভিডিওতে প্রথমে দেখা যায়, শিশুটি গভীর ঘুমে মগ্ন। তারপরই মা যখন একটু নড়েচড়ে বসেন, ভেঙে যায় শিশুর ঘুম। তাঁকে দেখা যায় নিজের চোখ ডলতে ও দুঃখী চেহারা করতে। যেন ঘুম থেকে উঠতে মোটেও ভালো লাগছে না। অন্তত ছেলের বাবার কাছে সেটাই মনে হয়েছিল।
বাচ্চাটিকে গর্ভাবস্থাতেই নানান রকম ফেসিয়াল এক্সপ্রেশন দিতে দেখা যায়। শিশুটির বাবা-মা'র মতে, তাদের বাবু যা এখনও করে থাকে। আর ভিডিওর সবচেয়ে দারুণ অংশ- যখন শিশুটির খিদে পায় আর সে খেতে শুরু করে। তাহলে দেখে নিই মিষ্টি সেই ভিডিওটি। দেখতে ক্লিক করুন:
https://www.youtube.com/watch?v=z08Q6B3qEpk#t=144
বিডি-প্রতিদিন/ ২৯ জুলাই, ২০১৫/ রোকেয়া।