যত বেশি মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠবে তত বেশি পরিমাণে আত্মবিশ্বাস বাড়বে। নতুন এক গবেষণায় এ চমৎকার তথ্য উঠে এসেছে। ইউনিভার্সিটি অব কানসাসের নায়লা ব্রান্সকম্বি, ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের আলেক্সান্ডার হাসলাম ও ক্যাথেরিন হাসলাম এবং জোলান্ডা জেটেন গবেষণাটি পরিচালিত করেন। কোনো দলের সদস্য হওয়া অথবা একাধিক মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার সঙ্গে আত্মবিশ্বাস বৃদ্ধির সম্পর্ক খুঁজতেই গবেষণাটি চালানো হয়।
ব্রিটেন, চীন এবং অস্ট্রেলিয়ায় শিশু, প্রাপ্তবয়স্ক এবং ছন্নছাড়া মানুষের উপর এ গবেষণাটি চালানো হয়। এতে দেখা যায়, এরা যে ধরনের ব্যক্তিই হোন না কেন, যারা বড় কোনো দলের সদস্য তাদের আত্মবিশ্বাস তত বেশি। বেশি মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে উঠলে তারা সমাজে নিজের পরিচয় খুঁজে পায়।
এক্ষেত্রে মানুষের সংখ্যাও পর্যবেক্ষণে রাখা হয় অর্থাৎ যার যত বেশি মানুষের সঙ্গে সম্পর্ক তার আত্মবিশ্বাস তত বেশি। কোনো ব্যক্তির ভেতরের এই আত্মবিশ্বাস অন্যরাই বের করে আনতে সহায়তা করেন বলে গবেষণায় দেখা যায়। সূত্র : ডিএনএ ইন্ডিয়া
বিডি-প্রতিদিন/২৬ জুলাই ২০১৫/শরীফ