সিজোফ্রেনিয়ার সঙ্গে ধূমপানের প্রত্যক্ষ যোগসূত্র খুঁজে পেয়েছেন গবেষকরা। লন্ডনের কিংস কলেজের একদল গবেষক ৬১টি গবেষণার ফল বিশ্লেষণ করে দেখেছেন, ধূমপায়ীদের মধ্যে অল্প বয়সেই সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা আছে। খবর বিবিসি।
‘ল্যানসেট সাইকিয়াট্রি জার্নাল’-এ প্রকাশিত ভিন্ন ভিন্ন ওইসব গবেষণাপত্র অনুযায়ী,সিগারেটের ধোঁয়া মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিগারেটের নিকোটিন বদলে দিতে পারে মস্তিষ্কের গঠনও। তবে বিষয়টি নিয়ে আরও প্রচুর গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকরা।
গবেষকরা ১৪,৫৫৫ জন ধূমপায়ী এবং ২৭,৩১৬২ জন সাধারণের ওপর পরীক্ষা চালান। দেখা যায়, সাইকোসিস রোগীদের ৫৭ শতাংশই ধূমপায়ী। আর যারা দৈনিক ধূমপান করেন তাদের মধ্যে সিজোফ্রেনিয়া দেখা দেওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় দ্বিগুণ বেশি। ধূমপায়ীদের মধ্যে গড়ে একবছর আগেই সিজোফ্রেনিয়ার লক্ষণ দেখা দেওয়ার ঝুঁকি রয়েছে।
আর তাই ধূমপান অল্প বয়স থেকেই কোনও ব্যক্তিকে এ মানসিক অবস্থার দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। অবশ্য গবেষকরা এটাও বলেছেন যে, ধূমপান করলেই যে সিজোফ্রেনিয়া হবে এমন নয়, তবে এ রোগে ভোগার ঝুঁকি আছে এমন মানুষের ক্ষেত্রে ধূমপান সে ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
বিডি-প্রতিদিন/ ২৫ জুলাই, ২০১৫/ রশিদা