নারীর মন নাকি স্বয়ং দেবতাও বোঝেন না, মানুষ তো দূরের কথা। আসুন জেনে নেওয়া যাক প্রথম দেখায় একজন নারী একজন পুরুষের মধ্যে কি কি খেয়াল করেন।
শারীরিক গঠন
পুরুষের উচ্চতা এবং স্বাস্থ্যের দিকেই খেয়াল থাকে নারীর। খাটো এবং রোগা মানুষকে সচরাচর নারীরা পছন্দ করেন না। অবশ্য এক্ষেত্রে নারীর নিজের শারীরিক গড়নের ওপর নির্ভর করে কেমন শারীরিক গঠনের পুরুষ তার পছন্দ।
আত্মবিশ্বাস
প্রথম দেখায় নারী পুরুষের মধ্যে আত্মবিশ্বাস খুঁজে থাকেন। প্রতিটা নারীই সঙ্গীর ওপর নির্ভর করতে পছন্দ করে। আত্মবিশ্বাসী পুরুষের ওপর নির্দ্বিধায় নির্ভর করা যায়।
উচ্ছলতা
প্রাণ খুলে হাসতে পারেন এমন পুরুষকে নারীরা বেশ পছন্দ করেন। গোমড়ামুখো বা বদরাগী পুরুষদের নারীরা এড়িয়ে চলেন। যে পুরুষ প্রাণখুলে হাসতে পারে এবং হাসাতে পারে, মেয়েদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে তারা।
আচরণ
নারীমাত্রই ব্যক্তিত্বসম্পন্ন পুরুষ পছন্দ করেন। নারীর কাঙ্ক্ষিত দুইটা বিষয় হলো: পুরুষের আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং বন্ধুসুলভ আচরণ।
আলাপচারিতা
পুরুষের বাচনভঙ্গী এবং কথা বলার ধরন প্রথম দেখাতেই খেয়াল করে থাকে নারীরা। যেসব পুরুষের বাচনভঙ্গী ভালো না এবং কথা বলায় তেমন পটু না তাদের প্রতি নারীরা তেমন আগ্রহী হয় না। তবে এক্ষেত্রে পছন্দের ভিন্নতা থাকতে পারে। কোনও নারী গম্ভীর মানুষ পছন্দ করেন, আবার কেউ কেউ চঞ্চলতা পছন্দ করেন।