আরথ্রাইটিস বা গেঁটে বাত দাম্পত্য জীবনকে অসহনীয় করতে তুলতে পারে। অভিশপ্ত করে তুলতে পারে যৌন জীবন। শারীরিক মিলনের প্রতি তৈরি হতে পারে চরম ভীতি। এ তথ্য দিয়েছেন গবেষকরা।
ব্রিটেনের আরথ্রাইটিস চ্যারিটির একটি গবেষণায় বলা হয়, দেহের হাড়ের সংযোগস্থলের ব্যাথা যৌনক্রিয়ার সময় সারা দেহে ছড়িয়ে পড়ে। এ ব্যাথা হাত, কোমর, হাঁটু, আঙুল, মেরুদণ্ড এবং ঘাড়ে ছড়িয়ে গিয়ে একটি সুন্দর মুহুর্তকে নিমিষেই যন্ত্রণাদায়ক করে তোলে। বহু দম্পতির ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, তাদের মধ্যে অনেকে স্বীকার করেছেন যে আরথ্রাইটিস বা গেঁটে বাত তাদের দাম্পত্য সুখে হুমকি হয়ে দেখা দিয়েছে। আর এদের মধ্যে প্রতি দশজনের তিনজনই জানান, এ ব্যাথার কারণে তারা পরস্পরকে আলিঙ্গন পর্যন্ত করতে পারেন না। সব সময় চেষ্টা করেন যৌনতাকে এড়িয়ে চলতে।
ভুক্তভোগীদের শতকরা ৫০ ভাগ জানান, তাদের একপক্ষের এ সমস্যার কারণে দুজনই প্রবল অতৃপ্তিতে ভোগেন এবং যৌন জীবন পুরোপুরি ভেস্তে গেছে।
গবেষণার পর এ ধরনের ব্যাথায় যারা ভুগছেন তাদের যৌন জীবনে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে চ্যারিটি। সূত্র : ডিএনএ।