রূপচর্চার জন্য খুব বেশি আয়োজনের দরকার নেই। ব্যস্ততার ফাঁকে হালকা মেজাজে প্রাকৃতিকভাবেই ঠিকঠাক রাখা যায় মায়াভরা মুখখানি। সে রকমই কিছু টিপস।
দূর করুন ত্বকের র্যাশ :
প্রথমে আন্দাজ পরিমাণ টক দই একটি রুমালে নিয়ে ভালো করে বেঁধে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর পানি ঝরে গেলে তা ফ্রিজে রেখে দিতে হবে, কিছুক্ষণ পর তা বের করে মুখে ঘষুন। এতে করে যন্ত্রণাদায়ক ও দৃষ্টিকটু র্যাশ থেকে আপনি অনেকাংশে মুক্তি পাবেন।
উজ্জ্বলতা বাড়িয়ে তুলুন :
আপনার দরকার পেস্তা বাদাম/কাঠবাদাম, পনির ব্যবহার। পেস্তা বাদাম বেটে আধা লিটার পরিমাণ পানি সঙ্গে মিশিয়ে চুলোয় ফুটিয়ে নিন। এরপর এরসঙ্গে সমপরিমাণ মতো পনির মিশিয়ে মুখে এবং হাত-পায়ে লাগান। এভাবে দিনে তিনবার এটি ব্যবহার করতে হবে।
তৈলাক্ত ত্বকের জন্য : মুলতানি মাটি আর মধু একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে ১০ মিনিট রাখুন। এরপর তা ত্বকে লাগিয়ে মিনিট দশেক পর তারপর ধুয়ে ফেলুন। এভাবে দিনে দুবার এটা করুন। দেখবেন আপনার তৈলাক্ত ত্বক অনেকটা শুষ্ক হয়ে এসেছে।
মনে রাখবেন, রূপচর্চার পাশাপাশি শরীরচর্চাও করুন নিয়ম মেনে। এতে মন থাকবে ভালো আর শরীর হবে ফুরফুরে। *রকমারি প্রতিবেদক