শীত মানেই ভারী কাপড়ের সমারোহ। লেপ, কম্বল, সোয়েটার, শাল ইত্যাদি পশমী বা উলের কাপড় স্বভাবতই সাধারণ কাপড়ের চেয়ে একটু বেশি যত্নআত্তিতে রাখতে হয়। তারওপর এসব কাপড় বছরের একটা লম্বা সময় আলমারি, ড্রয়ারে থাকে বলেও বিশেষভাবে সুরক্ষিত রাখা দরকার। চারদিকে এখন ফাল্গুনী হাওয়া বইছে। কমে গেছে শীতের প্রকোপ। কিছুদিনের মধ্যে সবাই শীতের কাপড় তুলে রাখবেন। তাই জেনে নিন কীভাবে এসব কাপড় ভালো রাখতে পারেন :
ৃ উলের কাপড় ধুতে অবশ্যই ঠাণ্ডা পানি ব্যবহার করুন। আর ধোয়ার জন্য নিন হালকা ধরনের ডিটারজেন্ট। মনে রাখবেন উলের পোশাক ধোয়ার সময় রগড়ালে পোশাকের আকার-আয়তন নষ্ট হয়ে যেতে পারে।
ৃ লেদার বা চামড়ার পোশাক যেমন : জ্যাকেট, স্যুট বা অন্যান্য দামি শীতের কাপড় লন্ড্রিতে দিয়ে ড্রাইক্লিন করে পরিষ্কার করে নিন।
ৃ ওয়ারড্রোব বা আলমারিতে উলের পোশাক কখনোই চাপাচাপি বা ঠাসাঠাসি করে রাখবেন না। এতে কাপড়ে ভাঁজে দাগ পড়তে পারে। লিনেন বা গেঞ্জি জাতীয় কাপড়ের যত্নেও একই পন্থা অবলম্বন করুন।
ৃ আলমারিতে কাপড়ের ভাঁজে ভাঁজে পরিষ্কার সুতি কাপড়ের মধ্যে মুড়িয়ে ন্যাপথলিন বা লবঙ্গ দিয়ে রাখতে পারেন। এতে পোকামাকড় কাপড় কাটবে না।
ৃ কম্বল তুলে রাখার আগে ড্রাইওয়াশ করিয়ে নিন। আর লেপ কড়া রোদে শুকাতে দিন।
ৃ লেপের কভার খুলে ধুয়ে শুকিয়ে রাখুন। কম্বলের কভার না থাকলে প্যাকেটে ভরে রাখুন। প্যাকেটের মধ্যে কয়েকটি ন্যাপথলিন বা পাতলা কাপড়ে মুড়িয়ে লবঙ্গ রাখতে পারেন।
ৃ উল বা পশমী পোশাকে রোয়ার সমস্যা দেখা দিলে নরম ব্রাশ দিয়ে ঘষে নিন। এক্ষেত্রে স্যুট পরিষ্কারের ব্রাশও ব্যবহার করতে পারেন। *রকমারি প্রতিবেদক