পরিবার ও বন্ধুদের সঙ্গে আড্ডা, জন্মদিন, বিয়ে, বিয়ে বার্ষিকী, কোনো সুখবরের সেলিব্রেশনসহ সামাজিক নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকি আমরা। এসব অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ভোজন। তাই খাওয়া-দাওয়ার আয়োজনের প্রতি থাকতে হয় বিশেষ নজর। ব্যস্ততার এই শহরে প্রতিটি মানুষই কোনো না কোনো কাজে প্রতিনিয়ত ব্যস্ত। তাছাড়া যানবাহনের নগরীতে যানজট যেন নিত্যদিনের সঙ্গী। তাই অনেকেই ইচ্ছা থাকলেও ঝক্কি-ঝামেলার কথা চিন্তা করে বাইরে যেতে চায় না। তাই বলে কি সখের খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। মোটেই না।
আধুনিক তথ্যপ্রযুক্তির এই যুগে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে নানা রকম সেবা। এসবের মধ্য থেকে বাদ যায়নি খাবার সরবারহের সেবাটিও। ভোজনরসিকদের কাছে তাদের প্রিয় ও মজার খাবারটি পৌঁছে দিতেই অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ফুডপান্ডাডটকম এর আত্মপ্রকাশ। ফুডপান্ডার মাধ্যমে আপনি ঘরে বসেই অনলাইনে আপনার পছন্দের খাবারের অর্ডার দিতে পারবেন। আর নির্দিষ্ট সময়ের মধ্যেই তা পৌঁছে যাবে আপনার কাছে।
ফুডপান্ডা কোনো খাবার প্রস্তুতকারী বা সরবরাহকারী প্রতিষ্ঠান নয়। শুধু খাবারের অর্ডার সংগ্রহ করাই তাদের কাজ। যে কেউ যা খেতে চায়, তাদের পছন্দের খাবার, পছন্দের জায়গা থেকে ঘরে পৌঁছানোর ব্যবস্থা করে দেয় ফুডপান্ডা।
ফুডপান্ডার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আব্রিন রেজা জানান, গত বছরের নভেম্বর থেকে ঢাকায় সেবা দিচ্ছে ফুডপান্ডা। খুব শিগগিরই চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটসহ সব জেলায় এই সেবা দেওয়া হবে।
শুধু যে ওয়েবসাইট থেকেই অর্ডার দেওয়া যাবে, তা নয়। খাবারের অর্ডার দেয়া সহজ করে দিতে ফুডপান্ডা তৈরি করেছে মোবাইল অ্যাপ। যার মাধ্যমে মোবাইল ফোন থেকেও খাবারের অর্ডার দেওয়া যাবে। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ৩৬ দেশ থেকে এই অ্যাপ ব্যবহার করে ফুডপান্ডার সেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন ফুডপান্ডার বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ব্যবস্থাপক তাজবীর হাসান।
এই সেবার জন্য আপনাকে ভিজিট করতে হবে www.foodpanda.com.bd এই ঠিকানায়। এখানে আপনি পেয়ে যাবেন অর্ডার দেওয়ার সব নিয়মকানুনসহ বিস্তারিত তথ্য। ঘরে বসেই পছন্দের রেস্টুরেন্ট থেকে পছন্দের খাবার অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুডপান্ডার পক্ষ থেকে দেওয়া হবে এসএমএস ও ডেলিভারির সময়।
এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও আপনি জানতে পারবেন ফুডপান্ডা সম্পর্কিত যাবতীয় তথ্য। এজন্য আপনাকে যেতে হবে www.facebook.com/FoodpandaBangladesh এই ঠিকানায়।
ফুডপান্ডার সহ-প্রতিষ্ঠাতা ও গ্লোবাল ব্যবস্থাপনা পরিচালক রাল্ফ ওয়েনজেল জানান, ইন্টারনেট বিশ্বে ফুডপান্ডা ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। ফুডপাণ্ডার উন্নত সেবা প্রদানে সবসময় প্রস্তুত। খুব সহজে ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে খাবারের অর্ডার দেওয়ার এই সুবিধার জন্য অনেকে ফুডপান্ডাকে ‘অ্যামাজন অব ফুড’ বলে থাকেন।