গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বাসা থেকে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম কামরুজ্জামান জীবন (২৫)। তিনি আলম মার্কেট এলাকার দেলোয়ার মিয়ার ছেলে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকার জামালের দুই ছেলে শামসুদ্দিন (৩২) ও পলাশ (৩০) এবং একই এলাকার নমিরের ছেলে রনি (২২)। আটকদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা হয়েছে।
পুলিশ জানায়, রাত সাড়ে তিনটার দিকে শামসুদ্দিন, পলাশ ও রনি নামে তিন যুবক কামরুজ্জামানকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে ওই এলাকার কনফিডেন্স মডেল স্কুলের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে কামরুজ্জামানকে। এ সময় কামরুজ্জামানের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই তিনজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কামরুজ্জামানকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। এরপর সকালে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত থাকায় তিনজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। মাদক কারবারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা হত্যার দায় স্বীকার করেছেন।