কক্সবাজারের টেকনাফের নাফ নদের মোহনা থেকে পাঁচ ট্রলারসহ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। এর মধ্যে দুটি ট্রলারে ১১ জন জেলেকে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা গেলেও বাকি তিনটির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সেন্টমার্টিনের বিপরীত পাশে নাফ নদের মোহনা থেকে পাঁচটি মাছ ধরার কাঠের তৈরি ট্রলার ও ১১ জেলেকে আটক করে মিয়ানমার নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। এর মধ্যে দুটি ট্রলারের মালিক টেকনাফের মো. কালাম ও মো. শাওন। এ দুটি ট্রলারের একটিতে পাঁচজন ও আরেকটিতে ছয়জন রয়েছেন। বাকি তিনটি ট্রলারের মালিক ও জনবলের তথ্য এখনো পাওয়া যায়নি। এগুলোর তথ্য সংগ্রহের কার্যক্রম প্রক্রিয়াধীন।