এটমার্না অ্যাপ। ওমরাহ ও মসজিদ আল-হারামে নামাজ পড়ার জন্য এই অ্যাপে রেজিস্ট্রেশন করছেন লোকজন। এটি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ২১ হাজার ৩৩৫ মানুষ রেজিস্ট্রেশন করেছেন।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী এ তথ্য জানা গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ওই সংখ্যার মধ্যে সৌদি নাগরিক আছেন ১১ লাখ ১০ হাজার ৬২৯ জন। আর প্রবাসী ৮ লাখ ৩ হাজার ৫৪২ জন। তাদের মধ্যে পুরুষ ১২ লাখ ৬৯ হাজার ৫৫২ জন এবং নারী ৬ লাখ ৫১ হাজার ৭৮৩ জন।
৬ নভেম্বর পর্যন্ত মোট পারমিট নিয়েছেন ১৮ লাখ ৩৫ হাজার ৩০৪ জন। তাদের মধ্যে সৌদি নাগরিক ৭ লাখ ৭৬ হাজার ৮৫২ জন এবং প্রবাসী ১০ লাখ ৫৮ হাজার ৪৫২ জন। পুরুষ ১২ লাখ ২৮ হাজার ৭৫৯ জন। নারী ৬ লাখ ৬ হাজার ৫৪৫ জন।
তাদের মধ্যে ওমরাহ পালন করেছেন ৭ লাখ ৮৮ হাজার ৩৮ জন এবং মসজিদ আল-হারামে নামাজ আদায় করেছেন ৮ লাখ ৪৬ হাজার ৮৩৬ জন।
আর মদিনায় রিয়াজুল জান্নাতে নামাজ পড়েছেন ৫৩ হাজার ২৩১ জন পুরুষ এবং ২৯ হাজার ৯৬৪ জন নারী। ১ লাখ ৩১ হাজার ২৭৩ জন রওজা মোবারকে সালাম দিয়েছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ