ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে এজেন্সিগুলোর দাবি থাকলেও হজযাত্রীদের টাকা জমা দেওয়ার সময় বাড়ছে না।
মন্ত্রণালয়ের উপসচিব জাহাংগীর আলম জানিয়েছেন, 'আজ রবিবরাই (১ জুন) টাকা জমা দেওয়ার তারিখ শেষ হচ্ছে। সৌদি সরকারের বাধ্যবাধকতা থাকায় হজের টাকা (মোয়াল্লেম ফি, বাড়ি ভাড়া, অতিরিক্ত সার্ভিস চার্জ, বিমান ভাড়া ও অন্যান্য টাকা) জমা দেওয়ার সময় বাড়ানো সম্ভব নয়।'
হজের সব প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হয় জানিয়ে তিনি আরো বলেন,'নির্দিষ্ট সময়ের পর অনলাইন সেবা বন্ধ করে দেবে সৌদি আরব।'
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ অক্টোবর পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজ ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট, শেষ হবে ২৮ সেপ্টেম্বর। ফিরতি ফ্লাইট ৮ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৮ নভেম্বর।