আফ্রিকার বিরুঙ্গা ন্যাশনাল পার্কে ৫০টি জলহস্তীসহ আরও বেশ কয়েকটি বড় প্রাণী মারা গেছে। প্রাণীগুলোর মৃতদেহ পরীক্ষায় অ্যানথ্রাক্সের উপস্থিতি পাওয়া গেছে। মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডি আর কঙ্গো) এ বিরুঙ্গা ন্যাশনাল পার্কের অবস্থান। পার্কসংলগ্ন ইশাশা নদীর পানিতে প্রাণীগুলোর মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়। নদীর তীরেও কিছু প্রাণীর মৃতদেহ পড়ে ছিল। পার্ক কর্তৃপক্ষ জানান, এসব প্রাণীর মৃতদেহ প্রথম দেখা যেতে শুরু করে গত সপ্তাহ থেকে। পার্কের পরিচালক ইমানুয়েল ডে মেরোড বলেন, প্রাণীগুলোর মৃতদেহ উদ্ধার ও সমাধিস্থ করার কাজ চলছে, যেন সংক্রমণ আর না ছড়ায়। তবে কাজটি খুবই কঠিন, কারণ কোনো এক্সকেভেটর (খননযন্ত্র) নেই।-বিবিসি