মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস অনুসন্ধান, উত্তোলন ও বিক্রয়কারী কোম্পানি পেট্রোনাসের একটি গ্যাসলাইনে ব্যাপক বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এ বিস্ফোরণ-আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৪৫ জন। স্থানীয় সময় মঙ্গলবার সকালের দিকে রাজধানী কুয়ালালামপুরের সংলগ্ন উপশহর পুচংয়ে ঘটেছে এ ঘটনা। মালয়েশিয়ার সরকারি বার্তাসংস্থা বেরনামা এক প্রতিবেদনে উল্লেখ করেছে, বিস্ফোরণ ও আগুনে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ১৪৫ জন, তবে তাদের মধ্যে ৪১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা অবশ্য জানিয়েছেন, বিস্ফোরণে পাইপ লাইনের আশপাশে অবস্থিত প্রায় ১৯০টি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং মোট ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৩০৫ জন। অবশ্য সর্বশেষ খবর পর্যন্ত কারও নিহতের সংবাদ পাওয়া যায়নি এবং মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের প্রায় সবার অবস্থা স্থিতিশীল। সূত্র : রয়টার্স।