ইউক্রেনজুড়ে বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র বর্ষণের পর আবারও দেশটির রাজধানী কিয়েভে হামলা চালিয়েছে রাশিয়া। আজ শুক্রবার সকালে কিয়েভের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। ওই হামলার পর কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর দ্য গার্ডিয়ানের।
এ নিয়ে কিয়েভ অঞ্চলের গভর্নর ওলেক্সি কুলেবা বলেন, ড্রোন হামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। রাশিয়া আমাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। আকাশ প্রতিরক্ষা বাহিনী ড্রোন প্রতিহত করেছে। কোনো হতাহত নেই। জরুরি পরিষেবা সার্ভিস হামলাস্থলে কাজ করছে।
এর আগে, বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে রাশিয়া। বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে ‘বিবেকহীন বর্বরতা’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। টুইটে তিনি বলেন, ‘নববর্ষের আগে শান্তিপূর্ণ ইউক্রেনীয় শহরগুলোয় একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এটাকে বিবেকহীন বর্বরতা বলা যায়।
ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে রাশিয়া ৬৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। শত্রুদের ছোড়া ৫৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। অবশ্য এর আগে ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী মিখাইলো পদোলিয়াক বলেন, রাশিয়া অন্তত ১২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
বিডি-প্রতিদিন/শফিক