ফ্রান্সে বসবাসরত কুর্দিরা ‘তুরস্কবিরোধী প্রচারণা’ চালিয়েছে। কিন্তু ফ্রান্স এই প্রচারণা মোকাবিলায় ব্যর্থ হয়েছে। এমন অভিযোগ তুলে ফরাসি রাষ্ট্রদূতকে তলব করেছে আঙ্কারা।
আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে।
গত শুক্রবার প্যারিসের একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রের সামনে এক হামলায় ৩ কুর্দি নিহত এবং ৪ জন আহত হয়। এই হামলার প্রতিবাদে ফ্রান্সে বসবাসরত কুর্দিরা বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় কিছু বিক্ষোভকারীর হাতে ছিল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) পতাকা। বিক্ষোভকারীরা তুরস্ককে হত্যাকারী রাষ্ট্র হিসেবে অভিযুক্ত করে স্লোগান দেয়। শুক্রবারের হামলার সাথে ‘তুরস্ক জড়িত’ বলেও বিক্ষোভে অভিযোগ তোলা হয়।
উল্লেখ্য, কুর্দি বা পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে তুরস্ক।
তুরস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, পিকেকের প্রচারিত মিথ্যা প্রপাগান্ডা প্রতিরোধে ব্যর্থতার দায়ে ফরাসি রাষ্ট্রদূতকে তলব করা হয়। ফ্রান্স এই ঘটনা নিয়ে বিচক্ষণতার সাথে কাজ করবে, আহ্বান জানিয়েছে তুরস্ক।
বিডিপ্রতিদিন/কবিরুল