ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদীর সাথে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই ফোনালাপে শান্তি প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন দুই নেতা।
টুইটারে এ বিষয়ে জেলেনস্কি লিখেছেন, ‘আমি নরেন্দ্র মোদীর সাথে ফোনে কথা বলেছি। জি-টোয়েন্টির প্রেসিডেন্সি নিয়ে তাকে শুভ কামনা জানিয়েছি।’
জেলেনস্কি আরও লেখেন, ‘এটা ছিল সেই প্ল্যাটফর্ম সেখানে আমি শান্তি প্রক্রিয়া (পিস ফর্মুলা) ঘোষণা করেছি। এটা বাস্তবায়নে আমি ভারতের অংশগ্রহণ চেয়েছি।’
ওই টুইটে মানবিক সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘকেও ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি।
যদিও ইউক্রেনে সেনা অভিযানের শুরু থেকেই নীরব ভূমিকা পালন করছে ভারত। রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনে পশ্চিমাদের রোষাণলে পড়লেও অবস্থান বদলায়নি নরেন্দ্র মোদীর দেশ। এমনকি জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবগুলোতে ভারতের সাড়া মেলেনি।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল