জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য থেকে রাশিয়াকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা একথা জানিয়েছেন।
তিনি বলেছেন,‘আগামীকাল (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের অবস্থান জানাবো। আমাদের একটা সহজ প্রশ্ন আছে, রাশিয়া কী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য থাকার অধিকার রাখে এবং সর্বোপরি তারা জাতিসংঘে থাকতে পারে কী?’
রাশিয়ার জাতিসংঘে ভেটো ক্ষমতা নিয়েও আপত্তি জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিষেধাজ্ঞা দেওয়াসহ নানা ধরনের সামরিক পদক্ষেপ নিয়ে থাকে। আর এই পরিষদের স্থায়ী সদস্য হওয়ায় রাশিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না জাতিসংঘ। কারণ পাঁচ স্থায়ী সদস্যের যে কেউ ভেটো দিলেই কোনো সিদ্ধান্ত পাস হয় না।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল