চীনে নতুন করে করোনাভাইরাস সংক্রমণের ঢেউ দেখা দিয়েছে। এমন অবস্থায় সর্বোচ্চ সতর্ক থাকতে চাইছে ভারত। সেই পরিকল্পনার অংশ হিসেবে কয়েকটি দেশের যাত্রীদের (চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং এবং থাইল্যান্ড) জন্য করোনার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দেশটি।
করোনার নতুন উপরূপ ওমিক্রন বিএফ.সেভেন সংক্রমণ ছড়াচ্ছে চীনে। ভারতেও মিলেছে করোনার এই উপ-ধরন। এই পরিস্থিতিতে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে।
নির্দেশনাগুলো হলো- ভারতে সফরের পরিকল্পনা থাকলে কোভিড ভ্যাক্সিন এর সবকটি ডোজ (যে দেশ থেকে আসছেন, সেই দেশের কোভিড ভ্যাক্সিন ডোজ অনুযায়ী) নিতে হবে। সফরকালে পূর্ব সতর্কতার অংশ হিসেবে মাস্ক ও ফিজিক্যাল ডিস্ট্যান্সিং মেনে চলতে হবে। যাত্রাকালীন যেসব যাত্রীদের মধ্যে কোভিড-১৯-এর উপসর্গ দেখা গেছে, তাদের নির্দিষ্ট বিধি মেনে আইসোলেশনে থাকতে হবে। বিমানবন্দরে প্রবেশের পর যাত্রীদের থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক। থার্মাল স্ক্রিনিংয়ে যেসব যাত্রীদের মধ্যে কোভিডের উপসর্গ মিলবে, তৎক্ষণাৎ তাদের আইসোলেশনে পাঠাতে হবে, বিমানে থাকা যাত্রীদের ২ শতাংশের র্যান্ডম টেস্টিং হবে। এসব যাত্রীদের স্যাম্পল দেখার পর তাদের বিমানবন্দর ত্যাগ করতে দেওয়া হবে। সফরকারী ব্যক্তিকে নিজের স্বাস্থ্যের পর নজর রাখতে হবে এবং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে রিপোর্ট করতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল