ইউক্রেন সংঘাতকে প্রথমবারের মতো ‘যুদ্ধ’ বলে স্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার মস্কোতে জনসম্মুখে প্রথমবার তিনি ‘যুদ্ধ’ কথাটি বলেন।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন সংঘাতকে ‘যুদ্ধ’ বলে মন্তব্য করায় পুতিনকে বাস্তবতা স্বীকার এবং দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
পুতিন ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার নির্দেশ দেওয়ার পর থেকে রাশিয়া এই সংঘাতকে অফিশিয়ালি ‘বিশেষ সামরিক অভিযান’ বলে উল্লেখ করে আসছিল। কিন্তু গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পুতিন নিজেই ‘যুদ্ধ’ শব্দটি ব্যবহার করেন। যত দ্রুত সম্ভব এই যুদ্ধের ইতি ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, অবশেষে ৩০০ দিন পর পুতিন এটা যে যুদ্ধ, সেটা স্বীকার করলেন।
তিন বলেন, বাস্তবতা স্বীকারের দ্বিতীয় পদক্ষেপ হিসেবে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের মাধ্যমে যুদ্ধের ইতি টানতে আমরা পুতিনের প্রতি আহ্বান জানাই।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পুতিন যে পরিভাষাই ব্যবহার করুন না কেন, সার্বভৌম প্রতিবেশীর বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের ফলে প্রাণহানি, ধ্বংস ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটছে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল