গ্রিসে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী নৌকাডুবে অন্তত সাতজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলের একটি ছোট দ্বীপের কাছে ডুবে যাওয়া ওই নৌকা থেকে ৯০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিতদের মধ্যে ৫২ জন পুরুষ, ১১ জন নারী ও ২৭ শিশু রয়েছে। খবর আল-জাজিরার।
গতকাল বৃহস্পতিবার প্রত্যন্ত দ্বীপ অ্যান্টিকিথেরার উত্তরে এজিয়ান সাগরে একটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। গ্রিস কোস্টগার্ডের একজন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে অব্যাহত আছে অভিযান। তবে নৌকাটি ডুবে যাওয়ার আগে কতজন অভিবাসী ছিল তা এখনো স্পষ্ট নয়।
এর আগে, মঙ্গলবার রাতে দেশটির ফোলেগ্যান্ড্রোস দ্বীপে ৫০ জনকে বহনকারী আরেকটি নৌকাডুবে গিয়েছিল। ওই ঘটনায় অন্তত তিনজন নিহত হয়। নিখোঁজ হয় কয়েক ডজন। চলতি বছর এজিয়ান অঞ্চলের ফোলেগ্যান্ড্রোসের নৌকা ডুবির ঘটনাগুলোকে সবচেয়ে খারাপ অবস্থা বলে অভিহিত করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।
বিডি-প্রতিদিন/শফিক