নারীত্ব নিয়ে প্রশ্ন তোলায় মামলা করার উদ্যোগ নিয়েছেন ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত। সম্প্রতি দেশটির টুইটারে আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে ব্রিজিতের লিঙ্গ পরিচয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর স্ত্রী ব্রিজিত পুরুষ হিসেবে জন্ম নিয়েছেন এমন তথ্য ছড়ানো হচ্ছে।
এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডানকে নিয়েও একই প্রচারণা চালানো হয়েছিল।
ব্রিজিত পুরুষ হিসেবে জন্ম নিয়েছেন এমন অভিযোগ অস্বীকার করেছে ফ্রান্স প্রশাসন। আর যারা এ তথ্য ছড়িয়েছেন তাদের দাবি, এ বিষয়ে তিন বছর ধরে গবেষণা চালিয়ে তারা বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছেন। তারা আরও দাবি করেছেন, ব্রিজিতের আগে নাম ছিল জ্যঁ-মিশেল ত্রোগনিউক্স।
গত সেপ্টেম্বরে ডানপন্থী ফেইটস এ বিষয়ে প্রথমে প্রতিবেদন প্রকাশ করে। এরপর থেকেই বিষয়টি নিয়ে প্রচুর চর্চা চলছে। গুঞ্জন থামাতেই আইনি পদক্ষেপ নিতে চান ৬৩ বছর বয়সী ব্রিজিত।
সূত্র : স্কাই নিউজ
বিডি প্রতিদিন/ফারজানা