লিবিয়ায় স্কুলের পাঠ্য বইয়ের ঘাটতির কারণে দেশটির শিক্ষামন্ত্রী মুসা আল মাগারিবকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার স্কুল পাঠ্য বইয়ের ঘাটতির ব্যাপারে তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়। খবর এএফপি ও আরব নিউজের।
দেশটির প্রসিকিউশন সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, (সম্ভাব্য) দায়িত্ব অবহেলার ব্যাপারে তদন্ত চালানোর জন্য মৌসা আল-মেগারিফকে আটক রাখা হয়েছে। পাবলিক প্রসিকিউশন বই ছাপানোর চুক্তিগত প্রক্রিয়া এবং বইয়ের ঘাটতির কারণ জানতে তদন্ত শুরু করেছে।
এতে আরো বলা হয়, এ ঘটনায় সংশিষ্ট আরো অনেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে পরিকল্পনা মন্ত্রীও রয়েছেন। উল্লেখ্য, একনায়ক মোয়াম্মার গাদ্দাফির সময় থেকেই শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে বই তুলে দিয়ে আসছে লিবিয়া।
বিডি-প্রতিদিন/শফিক