মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লকে অপহরণের পর শিরশ্ছেদের দায়ে অভিযুক্তদের পাকিস্তান জেল থেকে মুক্তি দেওয়ার রায় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার এই উদ্বেগ প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার পাকিস্তানের সিন্ধুর হাইকোর্ট ৪ অভিযুক্তকে মুক্তির রায় ঘোষণা করেন। ক্রিসমাসের ছুটির মধ্যেই এই খবর জেনে উদ্বেগ জানিয়ে এক বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, সিন্ধু হাইকোর্ট যে রায় দিয়েছেন, তাতে আমরা চিন্তিত। ওই রায় মোতাবেক ড্যানিয়েল পার্লের হত্যার সঙ্গে যুক্ত একাধিক জঙ্গি মুক্তি পেয়ে যাবে। আমাদের বলা হয়েছিল– অভিযুক্তদের এখনই ছেড়ে দেওয়া হবে না। আমরা জানি ওই মামলা তদন্তাধীন। আমরা তার খবরাখবরও রাখছি। এই কঠিন সময়ে আমরা পার্লের পরিবারের পাশে দাঁড়াচ্ছি। ড্যানিয়েলের মতো সৎ সাংবাদিকদের আমরা শ্রদ্ধা করি।
মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল
বৃহস্পতিবার সিন্ধু হাইকোর্টের ওই রায়ে আহমেদ ওমর শেখ ও তার তিন সহযোগীকে মুক্তি দেওয়ার কথা বলা হয়। আদালত বলেন, এই চারজনের বিরুদ্ধে মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লকে হত্যার অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
৩৮ বছর বয়সী ড্যানিয়েল পার্লকে ২০০২ সালের জানুয়ারিতে করাচি থেকে অপহরণ করে খুন করা হয়, তখন তিনি দ্য ওয়াল স্ট্রিট জার্নালের দক্ষিণ এশিয়ার ব্যুরো চিফ ছিলেন। তিনি ওই সংবাদপত্রের দিল্লি অফিসের দায়িত্বে ছিলেন। ২০০১ সালের সেপ্টেম্বর মাসে দিল্লি থেকে করাচি গিয়েছিলেন পার্ল।
সূত্র: ডন
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ